সেরা অভিনেত্রীর অভিনয় ধরতে ছাত্র জনতার সময় লেগেছে দীর্ঘ ১৭ বছর। ------------------------------------------------------------------------- এতো নিখুঁতভাবে অভিনয় করে গেছেন দেখুন উনি ইচ্ছে করলে নাটক সিনেমায় ও অভিনয় করতে পারতেন। এম ইলিয়াস আলীর মেয়েকে শান্তনা দেবার সময়, তিনি নিজেও চোখের জল ফেলছিলো - অথচ সব কিছু তার আদেশেই হয়েছিলো এবং সে চাইলেই ইলিয়াস আলী তার ছেলে মেয়েদের কাছে ফিরতে পারতো। অতিসাধারণ বাহিরের রুপটার আড়ালে ভয়ঙ্কর এক মানুষ ছিলো।
এম ইলিয়াস আলীর ছেলে মেয়ে এবং স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার অভিনয় করছেন স্বৈরাচারী শেখ হাসিনা
0 Comments